পোরশা উপজেলার নিতপুর গ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক্টরসহ খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৮০ বস্তা গম উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে গমগুলো থানা হেফাজতে নেয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে গম বোঝায় একটি ট্রাক্টর পরিত্যক্ত অবস্থায় পাই। সেখানে ১৮০ বস্তা (৯ টন) গম রয়েছে। সবগুলো বস্তাতেই খাদ্য অধিদপ্তরের সিল মারা ছিল। সরকারি সংগ্রহের হিসাব অনুযায়ী জব্দকৃত গমের মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পরপরই আমরা নিতপুর খাদ্য গুদাম চেক করে দেখেছি। কোথাও কোনো গড়মিল পাওয়া যায়নি। সে থেকেই ধারণা করা হচ্ছে বস্তাগুলো তারা খোলা বাজারে বা অন্যকোনোভাবে সংগ্রহ করেছে।’
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, জব্দকৃত গম ও ট্রাক্টর থানা পুলিশের হেফাজতে আছে। এজাহার পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।